ভুল ধারনা দুর করার জন্য, আবারও এই বিষয়ে লিখতে হচ্ছে। প্রশ্নের ধরন দেখে মনে হচ্ছে, প্রশ্নকারী খুবই তরুন। প্রেম-ভালোবাসার শরীরিক সম্পর্ক আর rape (ধর্ষণ) এর পার্থক্যটা বুঝ্তে পারছে না।
এই লেখাটির মাধ্যমে আমরা স্বাভাবিক যৌনতা আর ধর্ষণ এর পার্থক্য বুঝবো।
তরুন বয়সে এই দুইটি জিনিস একই রকম মনে হয়। কারন, অশ্লীল হবার ভয়ে, কেউ কখনো তাকে বিষয়টা বুঝিয়ে বলেনি।
ইনশা-আল্লাহ ; আমি অশ্লীল না করেই, বিষয়টা বুঝিয়ে দিব।
সকলেরই একটা পছন্দের খাবার থাকে। সেগুলো পুষ্টিকর নয়, কিন্তু খেতে ভালো লাগে। আপনার তেমন পছন্দের খাবার কোনটি?
ধরে নিলাম, আপনার প্রিয় খাবার – চকলেট।
আপনার বন্ধু আপনাকে চকোলেটের প্যকেট দিলে আপনি খুব খুশি হন। দুই বন্ধু মজা করে একসাথে চকলেট খান। খাওয়া শেষ করে, আরেক প্যকেট কিনতে বলেন।
একদিন, আমি আপনাকে একটি বড় চকলেটের প্যকেট দিয়ে বললাম – নিন এটা খান। আপনি তখন বললেন – আপনাকে চিনিনা, জানিনা, আপনার দেওয়া চকলেট খাবো কেন?
এভাবে, আপনি চকলেট খেতে রাজী না হবার পরে, তিন ধরনের ঘটনা (অপশন) ঘটতে পারে।
- মনে রাখবেন – এগুলো সম্পূর্ণ কাল্পনিক, অবাস্তব ও অসম্ভব ঘটনা।
অপশন ১: আমি বললাম – “এটা একটি লাকি চকলেট। এটা খেলে সৌভাগ্য হয়। আমি নিজে এভাবে সৌভাগ্য পেয়েছি। আপনিও চেষ্টা করুন”। এমন সৌভাগ্যর কথা শুনে আপনি আগ্রহী হলেন। খেতে ভালো না হলেও, সৌভগ্যের আশায় পুরোটা খেলেন।
অপশন ২: আমি পকেটের কোনা থেকে পিস্তল দেখিয়ে বললাম – বেশি কথা বলবেন না। এখনই এই চকলেট খেয়ে শেষ করুন। আপনি ভয়ে দ্রুত চকলেট খেতে গিয়ে গলায় আটকে গিয়ে এলোমেলো অবস্থা। তবুও কস্ট করে চকলেট খেয়ে শেষ করলেন।
অপশন ৩: আপনাকে ধরে টানতে টানতে, এক কোনায় নিয়ে গেলাম। এরপর, আপনাকে চেয়ারে বসিয়ে, দড়ি দিয়ে বেঁধে ফেললাম। এমন বেঁধে রাখা অবস্থায়, আপনার মুখের কাছে চকলেট এনে বললাম – মুখ খোল। আপনার “না” শুনে, মুখের উপরে জোরে আঘাত করলাম ; মুখ খুলে গেল। এরপর, চকলেটের টুকরো আপনার মুখে পুরে, আঙ্গুল দিয়ে ঠেলে ঠেলে আপনার গলার ভেতর চকলেট ঢুকিয়ে দিলাম। চকলেট চিবিয়ে খাবার কোন সুযোগ নেই। আস্ত চকলেট গিলে খেতে হবে। আমি একা একা ভালোভাবে পেরে উঠছি না দেখে, আমার দলবল ডাক দিলাম। তারা তিনজন এসে, আপনার মুখে আঙ্গুল ঢুকিয়ে, চকলেট গলার গভীরে পৌছে দেবার চেষ্টা করছ। ওদের একজন তো চকলেটের ছোট টুকরো করে, সেগুলো আপনার নাক দিয়ে ঢোকানোর চেষ্টা করছে। আমাদের চারজনের দলটি, মুখ দিয়ে ঢুকিয়ে, নাক দিয়ে ঢুকিয়ে, আপনাকে চকলেট খাইয়ে ছাড়বে। এতে আপনার নাক-মুখ ছিড়ে ফেটে যাক, গলা দিয়ে রক্ত পড়ুক, তাতে কারো কিছুই যায় আসে না।
উপরের তিনটি – ১,২,৩ অপশন এর মধ্যে, কোনভাবে চকলেট খেলে আপনি সবচেয়ে বেশি উপভোগ করবেন?
বন্ধুদের সাথে মজা করে চকলেট খান, ফুরিয়ে গেলে, আবার কিনে আনেন। আর এই তিন অপশনের চকলেট খাওয়া পছন্দ হয় না কেন? আপনার প্রিয় খাবারটি, এখন পছন্দ হচ্ছে না কেন?
- এর পেছনে একটাই কারন – ইচ্ছার বিরুদ্ধে ঘটলে, সেটা উপভোগ্য নয় ; সেটা নির্যাতন।
উপরের তিনটি অপশনের মধ্যে শুধুমাত্র শেষেরটি ধর্ষণ ও গনধর্ষণ। প্রথমটিতে ফাকি দিয়ে রাজী করেছে, পরেরটিতে ভয় দেখিয়ে রাজী করেছে। এগুলো আসলে ধর্ষণ নয়।
যদিও, প্রচলিত আইনে, ফাকি দিয়ে বা ভয় দেখিয়ে রাজী করাকেও ধর্ষণ হিসাবে গণ্য কর হয়।