আন্তর্জাতিক ডেস্ক : বিয়ে করে এক জঘন্য প্রতারণা করত এক নারী। এমন ঘটনা ধরা পড়েছে ভারতে। সেখানকার এক নারী বিয়ে করে বরের কাছ থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। এ সময় তার তিন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) মধ্য প্রদেশের জাবালপুর পুলিশ এ তথ্য জানায়। ২৮ বছর বয়সী ঊর্মিলা আহিরওয়ার কমপক্ষে আটজন পুরুষের সঙ্গে একই পন্থায় প্রতারণা করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। গ্রেপ্তার হওয়া অন্য তিন অভিযুক্ত হলেন অর্চনা বর্মণ ওরফে অর্চনা রাজপুত (৪০), ভাগচাঁদ কোরি (২২) ও অমর সিং (৫০)।
ওমতি থানার ইনচার্জ এস এস বাঘেল বলেন, এই নারীর প্রতারণার সর্বশেষ শিকার হয়েছেন দশরথ প্যাটেল। তিনি পার্শ্ববর্তী সিওনি জেলার বাসিন্দা। গ্রেপ্তার হওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঊর্মিলা এর আগে একইভাবে আরও সাতজনের সঙ্গে প্রতারণা করেছেন বলে স্বীকার করেছেন।
তিনি বলেন, ঊর্মিলা একজন পুরুষকে বিয়ে করেন এবং এর কয়েকদিন পরে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যান। এ প্রক্রিয়ায় সে রাজস্থানের জয়পুর, কোটা ও ধোলপুর এবং মধ্য প্রদেশের দামোহ ও সাগর এলাকার পুরুষদের সঙ্গে প্রতারণা করেছেন।
ঊর্মিলার আত্মীয় হিসেবে পরিচয় দেওয়া অর্চনার মাধ্যমে তার দশরথ প্যাটেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল। বিয়ের সময় আত্মীয় পরিচয় দেওয়া অমর সিংকে দশরত স্বর্ণালঙ্কার, পোশাক ও নগদ টাকা দেন।
প্যাটেল অভিযোগ করেন, মঙ্গলবার জাবালপুরে বিয়ের অনুষ্ঠান শেষে গাড়িতে করে গ্রাম ছাড়ছিলেন। মাঝপথে ঊর্মিলা অসুস্থ বোধ করছেন বলে গাড়ি থেকে নেমে পড়েন। ভাগচাঁদ কোরি মোটরসাইকেলে করে সেখানে গেলে ঊর্মিলা তার সঙ্গে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় অধিকতর তদন্ত চলছে বলেও জানায় পুলিশ। তথ্য সূত্র: পিটিআই, এনডিটিভি