ধর্মপাশা প্রতিনিধিঃ
ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের হলিদাকান্দা মধ্যপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে মিয়া হোসেন (৫০)নামের এক মাদকব্যবসায়ীকে এক কেজি গাঁজাসহ গত মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ। ধর্মপাশা থানার এসআই আবদুস সবুর বলেন,উপজেলার সদর ইউনিয়নের হলিদাকান্দা মধ্যপাড়া গ্রামের বাসিন্দা মাদক ব্যবসায়ী মিয়া হোসেন গত মঙ্গলবার রাত নয়টার দিকে তিনি নিজ বসতঘরে থেকে গাঁজা বিক্রি করছিলেন।খবর পেয়ে ওইদিন রাত সাড়ে নয়টার দিকে সেখানে অভিযান চালিয়ে পলিথিনে মোড়ানো এক কেজি গাঁজাসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা রয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Post Views: 254
Like this:
Like Loading...
Related