মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উদ্যাপন উপলক্ষ্যে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে আজ ২৬ মার্চ ২০২২খ্রিঃ, শনিবার, সকাল ১১:০০ টায় জুম লিংক এর মাধ্যমে এক অনলাইন আলোচনাসভা আয়োজন করা হয়। পবিত্র কোরান থেকে তিলাওয়াত এর মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের প্রথম তিন চরন বাজিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি দাড়িয়ে সন্মান প্রদর্শন, কবিতা আবৃতি এবং স্বাধীনতা ও জাতীয় দিবস নিয়ে আলোচনার মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব শেখ কবির হোসেন, চেয়ারম্যান, বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি ও চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বঙ্গবন্ধু শুধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালিই নই তিনি ছিলেন বিশে^র বঞ্চিত, লাঞ্চিত অবহেলিত মুক্তিকামি মানুষের নেতা বলেন শেখ কবির হোসেন।
আলোচনায় আরো অংশগ্রহন করেন প্রফেসর ড. রকিব আহমেদ, সাবেক চেয়ারম্যান, ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিশ^বিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ড. মোঃ ফারুক, প্রফেসর ড. মাহমুদুল হাছান, ডিন, ফ্যাকাল্টি অব লিবারেল আর্টস অ্যান্ড সোস্যাল সায়েন্স, এফআইইউ, প্রফেসর ড. বিলাশ কান্তি বালা, ইইই বিভাগ, এফআইইউ, প্রফেসর ড. অসিম সরকার, সাংস্কৃতিক বিভাগ, ঢাবি, প্রফেসর আলাউদ্দিন মিয়া, পরীক্ষা নিয়ন্ত্রক, এফআইইউ, নাফিসা ইহসান নিতু, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, এফআইইউ, জনাব মোঃ জিল্লুর রহমান, পিএস টু চেয়ারম্যান, এফআইইউ, ইয়াসির আক্তার, ছাত্র, ইংরেজি বিভাগ, ইশরাত জাহান কলি, ছাত্রী ইংরেজি বিভাগ, এফআইইউ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডে সম্মানিত সদস্য, সিন্ডিকেট সদস্য, একাডেমিক কাউন্সিল সদস্য, অধ্যাপক, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মোঃ মুঞ্জুর-ই-খোদা তরফদার, উপাচার্য (ভারপ্রাপ্ত) ও ট্রেজারার, এফআইইউ
কেরানীগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার ঢাকার কেরানীগঞ্জে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া...