কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে ২০২৪-২৫ সেশনে এমবিবিএস ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় ১১তম হয়ে ঢাকা মেডিকেল কলেজ পড়ার যোগ্যতা অর্জন করায় মো. তৌফিকুর রহমান তরঙ্গকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা একাডেমি মাঠে অনুষ্ঠিত হয়। সাতদরগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উলিপুর মহিলা মহাবিদ্যালয়ের সহকারি অধ্যাপক মিজানুর রহমান বিপ্লব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তরঙ্গের বাবা ও শান্তিপকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাফিজুর রহমান রহমান সেলিম, দলদলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রকিবুল হাসান গোলজার, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মহসিন আলী।
বেইজ একাডেমির সহকারি শিক্ষক ও আবাবিল শিল্পী গোষ্ঠির পরিচালক এম শাহিন আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, থেতরাই আব্দুল জব্বার কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান, সাতদরগাহ নেছারীয়া কামিল মাদরাসার প্রধান মোফাচ্ছির মাওঃ মোশাররফ হোসেন, কিশোরপুর এন ইউ এ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, নাজিম খান মহিলা দাখিল মাদরাসার সহকারি শিক্ষক নুর আমিন,বেইজ একাডেমির পরিচালক নুরুন্নবী আযাদ আবু প্রমুখ।
কৃতি শিক্ষার্থী তৌফিকুর রহমান তরঙ্গকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বেইজ একাডেমির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন। শেষে ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ আলীর মাধ্যমে দোয়া মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। #