মোঃ জিয়াউল,
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে ইন্দুরকানী প্রতিবন্ধী বিদ্যালয়ের তিন শিক্ষার্থী। বৃহস্পতিবার সকালে ইন্দুরকানী উপজেলা হল রুমে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ী বিশেষ শিশু জোবায়ের আহম্মেদ, আমেনা আক্তার ও নুসরাত জাহান এর হাতে পুরস্কার তুলে দেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার মো: আবু বক্কর সিদ্দিকী, ইন্দুরকানী থানার ওসি কামরুজ্জামান তালুকদার, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আ: লতিফ হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান রুহুল আমিন বাঘা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পূর্বে উপজেলা চত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
Post Views: 121
Like this:
Like Loading...
Related