কক্সবাজারের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া) মোঃ হাসানুজ্জামান পিপিএম (সেবা) (৭৬০৩০২৭৮৩৯) কে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (এডিশনাল ডিআইজি) পদে ঢাকা পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে। বুধবার ১৩ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর উপ সচিব ধনঞ্জয় কুমার দাশ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অতিরিক্ত ডিআইজি মোঃ হাসানুজ্জামান পিপিএম (সেবা) সহ একই পদমর্যাদার ২৫ জন বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তাকে পদায়ন করা হয়।
কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মোঃ হাসানুজ্জামান সহ ৩০ জন পুলিশ কর্মকর্তাকে গত ২ মে পুলিশ সুপার থেকে এডিশনাল ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়।