উৎসর্গ : কোয়ান্টাম ফাউন্ডেশন দায়িত্বশীল শাহরিয়ার রনি ভাই এবং কালজয়ী মহামানবদের
কবিতা:প্রকৃতি বলছে আমার
লেখক: মোঃ মহিউদ্দিন বন্ধু
প্রকৃতির স্পন্দন বলে তুমি হও …
ময়দানে তুমি কালজয়ী যুদ্ধা
মঞ্চে তুমি বজ্র মুক্তির কণ্ঠস্বর
আলোচনার টেবিলে তুমি ডিপ্লোম্যাটিক
বিচারে তুমি ন্যায়ের মানদন্ড
গুণীজনের সম্মানে তুমি বিনম্র বিনয়ী
হৃদয়ের উষ্ণতায় তুমি মমতাময়ী
দোয়া প্রার্থনা আশীর্বাদে তুমি সবার
দুঃখী অসহায় মজলুমের
চোখের পানির পাশে তুমি অনুপ্রেরণার উৎস
বন্ধুত্ব তুমি নিখাদ সত্য
অন্যায়ের বিরুদ্ধে তুমি সোচ্চার
শত্রুদের বিরুদ্ধে তুমি অজানা আতঙ্ক
আলোচনা সমালোচনা ,অপবাদ অবহেলা, দুঃখ কষ্টে
তুমি অবুঝ শিশুর হাসি
সময় বলে দিবে তুমি কি
মানুষ বুঝতে কর তুমি অচেনার ভান
ধৈর্য্য তুমি কালবৈশাখী ঝড় কর সহ্য
কাজে তুমি অক্লান্ত
বিশ্বাসে তুমি প্রবল দৃঢ়
সিদ্ধান্তে তুমি অটল
সেবায় তুমি নিবেদিত
হৃদয়ে তুমি কোমল
ফিটনেসে তুমি টোটালি ফিট
যে অক্লান্ত বিশ্বাস নিয়ে যে ধরবে তোমার হাত
করবে সহযোগিতা দোয়া
সেই তোমার সহযোদ্ধা সেই সাফল্যের অংশীদার।
জীবনসঙ্গী প্রেমশির কাছে তুমি আস্তা ভালবাসার চাদর,
প্রবীণ বয়োজ্যেষ্ঠের এর কাছে তুমি আদর
জনতার তুমি আশা ও ভরসার উৎস,,
আল্লাহই তোমার জন্য যথেষ্ট।
স্বপ্ন সোনার বাংলা ,সোনার বিশ্ব।
বিশ্বাস নিয়ে বলো ইনশাল্লাহ সব সম্ভব।
—— মোঃ মহিউদ্দিনবন্ধু
Post Views: 251
Like this:
Like Loading...
Related