বঙ্গবন্ধু লায়ন মোঃ গনি মিয়া বাবুল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তুমি মৃত্যুঞ্জয়ী বাঙালির জয়গান, স্বাধীনতার ডাক, জাতির মুক্তি সাত মার্চে তোমার উক্তি। জাতির অহংকার তুমি দিয়েছো স্বাধীন বাংলার ভূমি, স্বাধীনতা জাতীয় পতাকা তুমি এক মহান দাতা। পনের আগস্ট তোমায় ওরা মারলো কেমন করে? ওদের জন্ম নিয়ে সংশয় ওরাতো বাঙালি নয়,…
একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির জাগরণ বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে স্পর্ধিত উচ্চারণ, ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতার অপসারণ অন্যায়ের বিরুদ্ধে ছাত্র-জনতার বিস্ফোরণ। বিশ্বে সবচেয়ে বড় ঐতিহাসিক ঘটনা বাঙালির স্বাধীনতা সংগ্রামের সূচনা, শহীদের রক্ত শ্রোত নয় কোন রটনা সশস্ত্র মুক্তিযুদ্ধে বিজয়ের প্রেরণা। স্বাধীনতার ডাক, জাতির মুক্তি মোদের অহংকার, সাহস ও শক্তি, তুমি আছো বিশ্ব জুড়ে…