কবিতা —- ভালো মন্দ  /কবি,কে,এম,তোফাজ্জেল হোসেন জুয়েল

কবিতা
ভালো মন্দ
কবি,কে,এম,তোফাজ্জেল হোসেন জুয়েল
মুখটা দেখে যায় কি চেনা কে ভালো কে মন্দ
হতে পারে কালো হতে পারে ফর্সা নতুবা শ্যাম
বর্ণ চামড়া দিয়ে হয় কি বিচার আমি কেমন
ভালো শরীর দিয়ে করলে বিচার মাশুল গুণবে
বোকা ভালো মন্দ খূঁজতে গিয়ে বহুদূর চলে গিয়ে
ফিরে আসি শরীরের কাছে শিশিরে ধুয়েছো বুক
কোমল জ্যোঃস্নার মতো মূখ আমার নিশ্বাস পড়ে
দ্রুত বড়ো ঘাম হয় কি ভাবে ভালো মন্দ খুঁজি নয়
ক্রুদ্ধ যুদ্ধ ঠোঁটে রক্ত জঙ্ঘার উত্থান নয় ভালোবাসা
ভালোবাসা চলে যায় অথবা বৎসর কাটে যুগ তবু
সভ্যতা রয়েছে আজও তেমনি বর্বর ভালো মন্দ
নদীর গর্ভের মতো গভীরতা ঠান্ডা দেবদূতী মৃত
শহরের পাশে জেগে উঠে দেখি স্বপ্ন পছন্দ অপ
ছন্দের কোলাহল মানুষের হিতাহিদ গিয়েছে মরে
মানুষ ভুল স্বপ্নে পৃথিবীর মুক্তি চেয়েছিলো মুক্তি
হিমযুগ চমৎকার সব বস্তু গুলো হয়ে যাচ্ছে নকল
গুরুত্ব সব জায়গা গুলো করে নিচ্ছে দখল শিক্ষার
উচা আসনে বসে কর্তা সব বকলম ব্যবস্থা সব করে
মাটি ধ্বংস করে ভালো মন্দ ভালো মানুষ সেজে মন্দ
লোক করে সমাজ শাসন এরা আসলে সাদা মনের
মানুষ এরাই সকলের কাছে ভালো মন্দ ফানূস….!!
Exit mobile version