প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশের জন্য-
তারিখ: ২৭ সেপ্টেম্বর ২০২৪
যোগাযোগ: সাইফুল ইসলাম রনি, সাংবাদিক, প্যারিস
কবি ও সাংস্কৃতিক কর্মী আবু জুবায়েরের ইউনেস্কোতে আবেদন:
৭ই মার্চের ভাষণের স্বীকৃতি পুনর্বিবেচনার আহ্বান
প্যারিস, ফ্রান্স – কবি, সাংস্কৃতিক কর্মী এবং গবেষক আবু জুবায়ের ইউনেস্কোর মহাপরিচালক ড. অড্রে আজুলেকে একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে ৭ই মার্চ ১৯৭১ সালের ভাষণের স্বীকৃতি পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। আবু জুবায়েরের মতে, এই ভাষণটি স্বাধীনতার সুস্পষ্ট আহ্বান ছিল না এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান মাইলফলক হিসেবে বিবেচিত হওয়ার উপযুক্ত নয়।
আবেদনে আবু জুবায়ের উল্লেখ করেন যে ৭ই মার্চের ভাষণটি ছিল পাকিস্তানি শাসকদের সাথে ক্ষমতা ভাগাভাগির জন্য আলোচনা শুরু করার একটি প্রচেষ্টা, যা স্বাধীনতার ঘোষণা নয়। তিনি আরও বলেন, মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মতো নেতা তখনও রাজনৈতিক প্রেক্ষাপটে স্বাধীনতার পক্ষে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। এর পর মেজর জিয়াউর রহমানের ২৬-২৭ মার্চের স্বাধীনতা ঘোষণা ছিল প্রকৃত মোড় ঘোরানো ঘটনা, যা মুক্তিযুদ্ধকে এগিয়ে নিয়ে গিয়েছিল বলে অনেকেই মনে করেন।
চিঠিতে আরও তুলে ধরা হয়েছে যে স্বাধীনতা পরবর্তী সময়ে ক্ষমতাসীন সরকার বহুদলীয় গণতন্ত্র বিলুপ্ত করে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল, যা রাজনৈতিক দমন-নিপীড়নের জন্ম দেয়। এছাড়াও, সাম্প্রতিককালে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র আন্দোলনের সময় ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘন এবং অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগও উত্থাপন করা হয়েছে। শেখ মুজিবের কন্যাও তাঁর পিতার পদাঙ্ক অনুসরন করেই জনগণের উপর দমন পীড়ন চালিয়ে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল।
“ইউনেস্কোর উচিত ৭ই মার্চের ভাষণের স্বীকৃতি দিতে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পূর্ণাঙ্গ ইতিহাস প্রতিফলিত করা,” মন্তব্য করেন আবু জুবায়ের। “কিন্তু ৭ই মার্চের ভাষণটি কোনো স্বাধীনতার আহ্বান ছিল না এবং আমাদের মুক্তিযুদ্ধের প্রধান মাইলফলক হিসাবেও এটি বিবেচিত নয়। বরং মেজর জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার স্বীকৃতি দিলে মুক্তিযুদ্ধের একটি সঠিক ও ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি উঠে আসবে।”
চিঠিটির কপি বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় এবং ফ্রান্সে অবস্থিত বাংলাদেশের দূতাবাসে পাঠানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি প্রেরক:
সাইফুল ইসলাম রনি, সাংবাদিক, প্যারিস
Email- isyful90@gmail.com, -+33755349032
Press Release
For Immediate Release
Date: 27 Septembre 2024
Contact: Saiful Islam Rony, Journalist, Paris
Bangladeshi Poet and Cultural Activist Abu Zubier Appeals to UNESCO: Call for Reconsideration of March 7 Speech Recognition
Paris, France – Bangladeshi poet, cultural activist, and researcher Abu Zubier has formally appealed to UNESCO’s Director-General Dr. Audrey Azoulay, urging a reconsideration of the recognition of the 7th March 1971 speech. According to Abu Zubier, the speech did not provide a clear call for independence and is therefore not appropriate to be considered a major milestone in Bangladesh’s Liberation War.
In his appeal, Abu Zubier noted that the 7th March speech was more of an attempt to initiate negotiations for power-sharing with the Pakistani rulers rather than a declaration of independence. He further emphasized that leaders like Maulana Abdul Hamid Khan Bhashani were already engaged in political movements toward independence during that time. Many consider Major Ziaur Rahman’s declaration of independence on 26-27 March 1971 to be the true turning point that propelled the Liberation War forward.
The letter also highlighted that after independence, the ruling government dissolved multi-party democracy and established a one-party system, leading to widespread political repression. Moreover, recent allegations of human rights violations and excessive use of force during the student protests in July-August 2024 were also raised. The letter mentioned that Sheikh Mujib’s daughter followed in her father’s footsteps, imposing a fascist regime through repression of the people.
“UNESCO should ensure that its recognition of the 7th March speech reflects the full historical context of Bangladesh’s independence struggle,” commented Abu Zubier. “The 7th March speech did not call for independence, nor should it be considered a major milestone in our Liberation War. Recognizing Major Ziaur Rahman’s declaration would present a more accurate and balanced perspective on our history.”
Copies of the letter have been sent to various ministries in Bangladesh and the Bangladesh Embassy in France.