নামতায় শিখি
——(সুমাইয়া শরীফ)
এক এক কে এক,
মোরা সবাই প্রাক।
দুই এক কে দুই,
খেলি, করি হইচই।
তিন এক কে তিন,
বাজবে এবার রিং।
চার এক কে চার,
প্রাক প্রাথমিক হবো পার।
পাঁচ এক কে পাঁচ,
মনের সুখে বাঁচ।
ছয় এক কে ছয়,
স্বপ্ন বুকে রয়।
সাত এক কে সাত,
হাতে রেখে হাত।
আট এক কে আট,
মিলে-মিশে হবে পাঠ।
নয় এক কে নয়,
আমাদের হবেই জয়।
দশ এক কে দশ,
আমার কবিতা যশ।
প্রত্যাশা
——(সুমাইয়া শরীফ)
কবি নই আমি
তবু লিখি বোকামী,
হায়! যদি শিশুরা
হয় না বিপথগামী।
মাদককে না বলি
নয় শিশুশ্রম,
বিদ্যালয়ে পাঠালে
হবেনা পথভ্রম।
শিশু পাচার রোধে
সমাজ সাজাই,
নির্যাতনের হাত থেকে
শিশুকে বাঁচাই।
সন্ত্রাসে না না
বাল্যবিবাহ বন্ধ,
যৌতুকেও বলি না
নই আমরা আজ অন্ধ।
নাজমুল হক নাহিদ
আত্রাই, নওগাঁ