করপোরেট গভর্নেন্সে স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ

[ঢাকা, ০৪ ডিসেম্বর, ২০২৪] করপোরেট গভর্নেন্সে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে দুইটি মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে বিএটি বাংলাদেশ। এসএএফএ বিপিএ অ্যাওয়ার্ড ২০২৩-এ সেরা বার্ষিক প্রতিবেদনের (বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্ট) জন্য ‘ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরি’তে সিলভার অ্যাওয়ার্ড এবং ১৪তম আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ডে ‘এমএনসি ম্যানুফ্যাকচারিং’ ক্যাটাগরিতে সিলভার অ্যাওয়ার্ড অর্জন করে প্রতিষ্ঠানটি।

দ্য সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (এসএএফএ) গভর্নেন্স, আর্থিক প্রতিবেদন, কমপ্লায়েন্স ও স্বচ্ছতার ক্ষেত্রে আন্তর্জাতিক মান বজায় রেখে উৎকর্ষ সাধন করছে এমন প্রতিষ্ঠানগুলোকে এ স্বীকৃতি দেয়। আর টেকসই অনুশীলন, করপোরেট গভর্নেন্স ও আর্থিক অনুশাসনকে অগ্রাধিকার দিচ্ছে এমন প্রতিষ্ঠানের স্বীকৃতি দিতে কাজ করে দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)। শক্তিশালী করপোরেট গভর্নেন্স নিশ্চিত করা এবং সাসটেইনিবিলিটি ও আর্থিক প্রতিবেদনের ক্ষেত্রে সেরা অনুশীলন বজায় রাখার স্বীকৃতিস্বরূপ এ পুরস্কারগুলো অর্জন করে বিএটি বাংলাদেশ। এ অর্জন প্রতিষ্ঠানের নেতৃত্বের সাথে অংশীজনদের স্বচ্ছতা ও আস্থা আরও জোরদার করবে।

এসএএফএ বিপিএ অ্যাওয়ার্ড ২০২৩- শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. পি. নন্দলাল বীরাসিংহে ও এসএএফএ’র সভাপতি জনাব হিসানা করুপ্পু। অনুষ্ঠানে বিএটি বাংলাদেশের পক্ষ থেকে কোম্পানি সেক্রেটারি ও সিনিয়র লিগ্যাল কাউন্সেল সৈয়দ আফজাল হোসেন এবং অ্যাসিস্ট্যান্ট কোম্পানি সেক্রেটারি মো. আতিকুর রহমান অংশ নেন।

১৪তম আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও বানিজ্য মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বিজয়ীদের হাতে এই মর্যাদাপূর্ণ পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআর), অর্থ মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান এফসিএমএ। বিএটি বাংলাদেশের পক্ষে সিনিয়র কর্পোরেট ফাইন্যান্স ম্যানেজার শাহরিয়ার হাসনাইন এবং অ্যাসিস্ট্যান্ট কোম্পানি সেক্রেটারি মো. আতিকুর রহমান এই পুরস্কার গ্রহণ করেন।

এই গৌরবময় অর্জন সম্পর্কে মন্তব্য করতে গিয়েবিএটি বাংলাদেশ এর কর্পোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান সাবাব আহমেদ চৌধুরী বলেন: “এই পুরস্কারগুলো আমাদের কর্পোরেট দায়বদ্ধতা এবং জবাবদিহিতার সর্বোচ্চ মান বজায় রাখার প্রতি আমাদের অটুট প্রতিশ্রুতিকে তুলে ধরে। এমন স্বীকৃতি পেয়ে আমরা সম্মানিত বোধ করছি, যা আমাদের কার্যক্রম ও কর্পোরেট সুশাসনের উৎকর্ষ সাধনের ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন। এই স্বীকৃতি বিএটি বাংলাদেশকে দেশের টেকসই উন্নয়নে আরও বৃহত্তর ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে।”

BAT Bangladesh Awarded for Corporate Governance

[Dhaka, December 04, 2024] BAT Bangladesh has been honoured with two prestigious awards for excellence in corporate governance: a Silver Award under the ‘Manufacturing Category’ in the SAFA BPA Awards 2023 for Best Presented Annual Report and a Silver Award under the ‘MNC Manufacturing’ category at the 14th ICMAB Best Corporate Award.

The South Asian Federation of Accountants (SAFA) recognises organisations that demonstrate excellence in governance, financial reporting, compliance and transparency with international standards. The Institute of Cost and Management Accountants of Bangladesh (ICMAB) awards companies that excel in sustainable practices, corporate governance and financial discipline. BAT Bangladesh has demonstrated its commitment to upholding strong corporate governance and adhering to best practices in sustainability and financial reporting, which has earned the organisation these prestigious awards. These accomplishments further strengthen BAT Bangladesh’s leadership in fostering transparency and trust with its stakeholders.

Dr. P. Nandalal Weerasinghe, Governor of Sri Lanka’s Central Bank, and Heshana Kuruppu, President of SAFA, graced the SAFA BPA Awards 2023 event, which was held in Colombo, Sri Lanka. Representing BAT Bangladesh, Syed Afzal Hossain, Company Secretary & Senior Legal Counsel, along with Md. Atiqur Rahman, Assistant Company Secretary, were also present during the ceremony.

At the 14th ICMAB Best Corporate Award ceremony, Dr. Salehuddin Ahmed, Adviser to the Ministry of Finance, Commerce and Science & Technology, attended as the Chief Guest and presented the prestigious awards to the recipients. The event was further honored by the presence of SK Bashir Uddin, Adviser to the Ministry of Commerce; Md. Selim Uddin, Secretary to the Ministry of Commerce; and Md. Abdur Rahman Khan FCMA, Secretary, Internal Resources Division (IRD) & Chairman of the National Board of Revenue (NBR), who attended as Special Guests. Representing BAT Bangladesh, Shahriar Hasnaine, Senior Corporate Finance Manager and Md. Atiqur Rahman, Assistant Company Secretary, proudly received the award.

Commenting on these prestigious achievements, Shabab Ahmed Choudhury, Head of Corporate & Regulatory Affairs at BAT Bangladesh, stated: “These awards underscore our unwavering dedication to upholding the highest standards of corporate responsibility and accountability. We are honored to receive such recognition, which reflects our continuous pursuit of excellence in operations and corporate governance. This acknowledgment serves as a motivation for BAT Bangladesh to further contribute to the sustainable development of the nation.”

Exit mobile version