কলাবাগান থানা ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সকল ছাত্রলীগের নেতা কর্মীরা একত্রিত হয়।

মাসুদুর রহমান –
নানা কর্মসূচীর মধ্য দিয়ে রাজধানীর কলাবাগান থানা ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে  ।মঙ্গলবার দুপুরে প্রান্থপথ থেকে আনন্দ র‍্যালী শুরু হয়ে শাহবাগ চত্বরে গিয়ে সকল ছাত্রলীগের নেতা কর্মীরা একত্রিত হয়। পরবর্তীতে তারা কেন্দ্রীয় কমিটি নির্দেশ মোতাবেক অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। প্রতিষ্ঠা বার্ষিকী পালনের লক্ষ্যে কলাবাগান ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান শিমুল ও সাধারণ সম্পাদক হাওলাদার মোঃ সাকিব হোসেন এর নেতৃত্বে নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠানটি সফল করেছে। এ দিকে সাধারণ সম্পাদক মোঃ সাকিব হোসাইন  সন্ধ্যায় নিজ উদ্যোগে অর্ধ শতাধিক হত দরিদ্রদের মাঝে শীতবস্ত্র ,পথ শিশুদের মধ্যে খাবার বিতরণ করেন।
কথা হলে কলাবাগান বাগান থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাকিব হোসাইন এ প্রতিবেদক মাসুদুর রহমানকে জানান, ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র ও পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করেছি।
Exit mobile version