কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ফরিদ উদ্দিনকে ওএসডি

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে অন্তবর্তীকালীন সরকার।

সোমবার (২ ডিসেম্বর) তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

অন্যদিকে ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল হককে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক করা হয়েছে। এজন্য তার চাকরি যোগাযোগ বিভাগে ন্যস্ত করা হয়েছে।

বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমানকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। বিটিআরসির পরিচালক নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ মো. তৌফিকুল ইসলাম।

অন্যদিকে বিটিআরসির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এস এম রেজাউর রহমানকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

Exit mobile version