১লা জুলাই -২৪, সোমবার মিরশংকর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাংগণ, জয়চন্ডি ইউনিয়ন, কুলাউড়া, মৌলভীবাজারে মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি এড আবেদ রাজার দিক নির্দেশনায় কুলাউড়া পৌর বন্যা ত্রাণ কমিটির উদ্যোগে বিপুল সংখ্যক বন্যার্তদের মাঝে ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়।
প্রধান অতিথি ছিলেন ডাঃ কেরামত আলী, উক্ত কর্মসূচীর যুগ্ম আহ্বায়ক। বিশেষ অতিথি ছিলেন ডাঃ মোহাম্মদ তারু খাঁ, উক্ত কর্মসূচীর যুগ্ম আহ্বায়ক। প্রধান সমন্বয়ক ছিলেন শামিম আহমদ, সদস্য সচিব, বন্যা ত্রাণ কমিটি, কুলাউড়া পৌর বিএনপি। সমন্বয় করেন সাইফুল ইসলাম, দেলোয়ার হোসেন ঢালী, আক্কাছ মির্জা।