এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ মেয়াদোত্তীর্ণ সার ও কীটনাশক বিক্রি, মূল্য তালিকা ও ক্যাশ মেমো ব্যবহার না করার অপরাধে দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ অভিযানে ৩ দোকানকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার ও কৃষি বিভাগের কর্মীগণ।
বুধবার (৮ ডিসেম্বর) উপজেলার পাকেরহাট বাজারে এই অভিযান পরিচালনা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ সার ও কীটনাশক বিক্রির দায়ে ভাই ভাই ট্রের্ডাসকে ১০ হাজার, মহাদেব চন্দ্র চন্দ ট্রের্ডাসকে ১০ হাজার ও রাশেদ ট্রের্ডাসকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।