কেরানীগঞ্জে জাতীয় ভোটার দিবস পালন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার

 

ঢাকার কেরানীগঞ্জে জাতীয় ভোটার দিবস পালন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার, ৩ মার্চ, ২০২৫, সকালে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে একটি র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস ছাত্তার বেগ,নির্বাচন কর্মকর্তা মোঃ সুমন মিয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা তাইবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মালা বরাল,যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন্নাহার শিখা, মাধ্যমিক অ্যাকাডেমিক সুপারভাইজার হালিমা খাতুন, তথ্য সেবা কর্মকর্তা রিপা শাহরিন প্রমুখ।

 

Exit mobile version