গণতন্ত্রের রাজ বংশের প্রতিষ্ঠাতা  এন ইউ আহম্মেদ  বিশ্বে প্রথম international  love flag father day ঘোষণা করলেন

বিবিএফ পার্টি প্রতিষ্ঠাতা, ডিজিটাল বীরপারসন গণতন্ত্রের রাজা এন ইউ আহম্মেদ গণতন্ত্রের রাজ বংশ প্রতিষ্ঠা করলেন। গণতন্ত্রের রাজা এন ইউ আহম্মেদ বিশ্বে প্রথম international fair voting day ঘোষণা করলেন।
international love flag father day.international love flag mother day . International mon day
International Bijoy day সহ কয়েকটি দিবস  পালনের দিন তারিখ সহ পাল ঘোষণা করলেন ২২ জানুয়ারি গণতন্ত্রের মহারাজা, গণতন্ত্রের মহারানীর বাড়ি  ঈশ্বরগঞ্জ উপজেলা আঠার বাড়ি ইউনিয়ন সহিলাটি গ্রাম নিজ বাড়িতে কর্মসূচি মাধ্যমে বিবৃতিতে জানান। উপস্থিত ছিলেন গণতন্ত্রের মহারাজা মোহাম্মদ সাইদুল ইসলাম, গণতন্ত্রের মহারানী মোছাম্মদ মাতিয়া খাতুন,   ছোট ভাই আনোয়ার হোসেন হৃদয়, ভাগিনি ঈদ আক্তার লামিয়া সহ গ্রামের লোকজন।
international father day
22 January in every year
International fair voting day 29 August in every year.
International love affair meeting day.
1-6 January in every year.
International love flag mother day
5 january in every year.
world love flag humanity rights day
12 June in every year.
international flag hero day, love Hero day
12 August in every year.
International mon day
10 October in every year.
international Bijoy day
1 November  in every year.
international thank you day
12 December in every year.
গণতন্ত্রের রাজা এন ইউ আহম্মেদ বলেন, আমার বিয়ের দিবস ঘোষণা করছি, world married love flag couple day,    দীর্ঘ বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমেইলে  প্রেমের সম্পর্ক মাধ্যমে আমি আগামী বছর বিয়ে করবো তখন আমার বিয়ের দিবসের   তারিখ পরবর্তীতে প্রকাশ করা হবে।।।
গণতন্ত্রের রাজা এন ইউ আহম্মেদ বলেন, ৭ ই জানুয়ারি  নির্বাচনে অংশ গ্রহণ করে ভোট লুটপাট করেছে, ভোট লুটপাট লীগ  কে স্বীকৃতি দিবো না। সারা দেশে বিদেশে আন্তর্জাতিক ভাবে জাতিসংঘ পর্যন্ত ভোট লুটপাটদের  দের অস্তিত্ব রাখবো না। বিভিন্ন কৌশলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করে, আমার মোবাইল ডাকাতি করায়ে  নিয়ে,  আমার সিদ্ধান্ত ও উদ্দেশ্য বিষয় গুলোতে সোশ্যাল মিডিয়াতে  যোগাযোগ মাধ্যমের কভার প্রোফাইল হওয়ার স্বপ্ন দেখে, ইমেইল, ইউটিউবের কভার প্রোফাইল হওয়ার স্বপ্ন দেখে কিন্তু আমি ভোট লুটপাট দের ছবি আমার কোন সোশ্যাল মিডিয়ায় কভার প্রোফাইল করবো না। ভালোবাসার পতাকা রাজা এন ইউ আহম্মেদ বলেন, আমার পারিবারিক ইমেইল  Oneworldonemon, আমার  পারিবারিক পতাকা মাঝে মধ্যে ব্যবহার করা হবে।  দিবস পালন সময়ে পারিবারিক পতাকা ব্যবহার করতে সারা দেশে বিদেশে আন্তর্জাতিক ভাবে জাতিসংঘ পর্যন্ত দূতাবাস গুলো।
গণতন্ত্রের রাজা এন ইউ আহম্মেদ, আমার থেকে যেসব দিবস ঘোষণা করছি, সকল দেশে বিদেশে আন্তর্জাতিক ভাবে জাতিসংঘ পর্যন্ত পালন করতে পারবে কিন্তু  এদেশের ভোট লুটপাট লীগ ডাস্টবিন গুলো আমার কোন সিদ্ধান্ত এবং উদ্দেশ্য বিষয় দিবস পালন করতে পারবে না, ডাস্টবিন গুলো পালন করতে পারবে না।
Exit mobile version