গাজীপুরের সাবেক ডিআইজিসহ পুলিশের ৪ কর্মকর্তা আটক

পুলিশের সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম ও তিনজন পুলিশ সুপারকে (এসপি) আটক করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মিন্টো রোড কার্যালয়ে তাদের আনা হয়। এর আগে শুক্রবার রাতে পুলিশের বিভিন্ন ইউনিট থেকে তাদের আটক করা হয়।

পুলিশের দায়িত্বশীল একাধিক সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, সাবেক গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ডিআইজি মোল্যা নজরুল ইসলাম রাজশাহী সারদা একাডেমিতে সংযুক্ত ছিলেন। গতকাল শুক্রবার রাজশাহী জেলা পুলিশ একাডেমির সহায়তায় তাকে আটক করে ঢাকায় আনা হয়। এছাড়া একইদিন রংপুর রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান ও আবুল হাসনাত এবং নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামানকে আটক করে রংপুর মহানগর পুলিশ। তাদের আজ দুপুরে ঢাকার ডিবি কার্যালয়ে আনা হয়।

 

আবুল হাসনাত বাগেরহাটের সাবেক পুলিশ সুপার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে রাজনৈতিক বক্তব্য দিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েন তিনি। আব্দুল মান্নান কুমিল্লা ও সিলেটে এসপি থাকাকালীন নির্বাচন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শক্তি প্রয়োগ করেন। আসাদুজ্জামান নোয়াখালী জেলার পুলিশ সুপার ছিলেন। নির্বাচন ও পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শক্তি প্রয়োগের অভিযোগ আছে তার বিরুদ্ধে।

পুলিশ জানিয়েছে, ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর এই চার পুলিশ কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে সংযুক্ত করে রাখা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। তারা হাসিনা সরকারের সময় পুলিশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

Exit mobile version