গান— শেখ মুজিবুর রহমান

গান
শেখ মুজিবুর রহমান
কবি,কে,এম,তোফাজ্জেল হোসেন জুয়েল খান

এক চিলতে হাসি ছিলো মূখে
তার টানা টানা দু-টি চোখ

এক চিলতে হাসি ছিলো মূখে
তার টানা টানা দু-টি চোখ

মূখেতে ছিলো কালো চশমা
পড়তো সকাল বিকেল রোজ
কন্ঠে ছিল ঝংকারের ধনী
বুকে ছিলো খুব সাহস
টুংঙী পাড়ার ছেলে ছিলো সে যে
সংগ্রমি এক নেতা…………

ঝাপসা চোখে আধো আধো সরে তাকে
এই বাংলা খুঁজে ফের রোজ রোজ

তুমি পূর্ব আকাশের লাল সূর্য হয়ে
কোটি জনতাকে ছুঁয়ে থাকো সারাবেলা

তুমি একাওুরের সৃতি হয়ে
এক পশলা রোদে আজও মিটি মিটি হাস

এক চিলতে হাসি ছিলো মূখে
তার টানা টানা দু-টি চোখ

এক চিলতে হাসি ছিলো মূখে
তার টানা টানা দু-টি চোখ

মাথা ভরা তোমার চুল ছিলো মুখেতে
ছিলো তিল ঐ হাসির মায়ায় দেখত যে
সে প্রেমে পড়তো নিশ্চিত………..

তুমি আমাদের প্রিয় নেতা সাত রংঙেরি
রংধনুতে তোমারি নাম ভাসে তুমি শেখ
মুজিবুর রহমান আমরা তোমাকেই ভালোবাসি

রং তুলির ওই ক্যাম্পাসেতে তোমার ছবি আঁকি
তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তোমাকেই
ভালোবাসি……….

এক চিলতে হাসি ছিলো মূখে
তার টানা টানা দু-টি চোখ

এক চিলতে হাসি ছিলো মূখে
তার টানা টানা দু-টি চোখ

প্রতিদিন জন্ম হয় তোমার বাংলা মায়ের বুকে
বিশ কোটি জনতাকে তুমি আগিয়ে রাখো বুকে
বিশ কোটি জনতাকে তুমি আগিয়ে রাখো বুকে!!

Exit mobile version