গৌরীপুর( ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহে গৌরীপুর প্রেস ক্লাব ও সাংবাদিক ঐক্য ফোরাম’র উদ্যোগে পৃথক ভাবে প্রবীন সাংবাদিক,ছড়াকার,
প্রাবন্ধিক,রম্য লেখক,পাক্ষিক সুর্বণ বাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আজম জহিরুল ইসলামের ১ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় প্রেসক্লাব হল রুমে প্রেস ক্লাব সহ-সভাপতি আলী হায়দার রবিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বিপ্লবের সঞ্চালনায় স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, বেগ ফারুক আহম্মেদ, প্রেস ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক শামীম খান,সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, মশিউর রহমান কাউসার, সাংবাদিক হুমাযুন কবির, কাজী আব্দুল্লাহ আল আমিন, আরিফ আহম্মেদ, ওবায়দুর রহমান, রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।
অপরদিকে রাত ৮ টায় সাংবাদিক আজম জহিরুল ইসলাম স্বরনে সাংবাদিক ঐক্য ফোরামের আয়োজনে মধ্য বাজার বেগ সুপার মার্কেটে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এইচটি তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় স্বরনসভায় বক্তব্য রাখেন , সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ, সাংবাদিক রায়হান উদ্দিন সরকার,আব্দুল কাদির,লুৎফুর রহমান খান খোকন প্রমুখ। স্বরন সভায় মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ ও তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
সুপক রঞ্জন উকিল