দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে ও ইসকন নিষিদ্ধের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত ১০টার দিকে মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ও দুমকি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
এ সময় শিক্ষার্থীরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘হিন্দু মুসলিম ভাই ভাই, ইসকনের রক্ষা নাই’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না’ ‘সনাতন আর ইসকন এক নয় এক নয়’ ইত্যাদি স্লোগান দেন।
এ সময় পবিপ্রবি আইন ও ভূমি প্রশাসনের ষষ্ঠ ব্যজের শিক্ষার্থী নূর নবী সোহান, রেদোয়ান ইসলাম, হাফেজ ফরিদুল ইসলাম প্রমূখ।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থী ইসকন একটি সন্ত্রাসী সংগঠন। এদের কাজই হলো দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা। ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিতে হবে। এছাড়া ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে দাবি করেন।
বিক্ষোভ সমাবেশ শেষে আইনজীবী সাইফুল ইসলাম এর আত্মার মাগফিরাত কামনা সহ দেশের সকল সদস্য সমাধানের জন্য দোয়া মোনাজাত করেন।
এছাড়া বরিশালের বাবুগঞ্জে অবস্থিত বহিঃস্থ ক্যাম্পাসেও প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
##