মোঃ হাছান আলী, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শ্রীকুটা-শাকির মোহাম্মদ বাজার সংযুক্ত এলজিইডি’র রাস্তাটি দীর্ঘ ৫০ বছরেও পাকাকরণ করা হয়নি। এলাকার জনগুরুত্বপূর্ণ রাস্তাটি পাকা করার জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে। ঐ রাস্তা দিয়ে কেউন্দা, কাপুড়িয়া, হুড়ারকুল, জামালপুর, পাইকুড়া, বাজে সতং, পাট্টাশরীফ, লতিফপুর সহ ১০/১২ গ্রামের গ্রামের লক্ষাধিক জনসাধারণের একমাত্র রাস্তা দিয়ে কৃষকদের বিভিন্ন উৎপাদিত পণ্য চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তায় স্থানে স্থানে গর্তের সৃষ্টি হওয়ায় ছোট ছোট যানবাহনও চলাচল করতে পারছে না। কাপুড়িয়া গ্রামের প্রবীন মুরুব্বি মোঃ জলফু মিয়া জানান- শ্রীকুটা-শাকির মোহাম্মদ বাজার পর্যন্ত রাস্তাটি পাকাকরণ না হওয়ায় উৎপাদিত পণ্য উপজেলা, জেলা ও বিভাগীয় শহরের হাট-বাজারগুলোতে নিয়ে বিক্রি করা সম্ভব হচ্ছে না। এতে উপযুক্ত মূল্য প্রাপ্তি থেকে বঞ্চিত হতে হচ্ছে। কেউন্দা গ্রামের আদর্শ কৃষক মোঃ ছালেক মিয়া জানান- নির্বাচন এলে প্রার্থীরা রাস্তা পাকাকরণের আশ্বাস দিয়ে নির্বাচনী বৈতরণী পাড় হয়ে যান এবং পরবর্তীতে তারা এ রাস্তাটির কথা একেবারেই ভুলে যান। উপজেলা এলজিইডি প্রকৌশলী দীপক কুমার দাস জানান, শ্রীকুটা-শাকির মোহাম্মদ বাজার রাস্তাটি পাকাকরণের প্রস্তাব উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর জানান- উপজেলার জনগুরুত্বপূর্ণ সবগুলো রাস্তাই পর্যায়ক্রমে পাকাকরণ করা হবে।