মোঃ হাছান আলী, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে : হবিগঞ্জের চুনারুঘাটে ছফিনা-নূর ফাউন্ডেশন কর্তৃক সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় প্রবীণ ৪ সাংবাদিককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল ১৫ জুলাই শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে ইউএনও সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে ও আঃ ছামাদ আজাদ মাস্টারের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী এড. মোঃ মাহবুব আলী এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, পৌর মেয়র মোঃ সাইফুল আলম রুবেল, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. এম আকবর হোসাইন জিতু ও সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার আলী, চুনারুঘাট ডেভেলপমেন্ট সোসাইটি ইউকের সভাপতি সৈয়দ ফরহাদ হাসান। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে ছফিনা-নূর ফাউন্ডেশন কর্তৃক চুনারুঘাট উপজেলায় সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় চার প্রবীণ সাংবাদিক ১. সিরাজুল ইসলাম, ২. মোঃ হাছান আলী, ৩. মিলন রশিদ, ৪. রাইরঞ্জন পালকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।