চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নবম শ্রেণীর ছাত্রের মৃত্যু হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার চাটপাড়া গ্রামের শাহ ইকবাল মিয়ার ছেলে শাহ্ তানজিম (১৬) বাড়ির ডিপ টিউবওয়েল বসানো অবস্থায় এলোমেলো বৈদ্যুতিক তাঁরে জড়িয়ে পড়ে। তাৎক্ষণিক বিদ্যুতায়িত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শাহ্ তানজিমকে মৃত ঘোষণা করেন। সে চাটপাড়া আইডিয়াল স্কুলের ৯ম শ্রেণির ছাত্র। চুনারুঘাট থানার ওসি মোঃ রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।