চুনারুঘাটে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ আর নেই

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৮নং সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাটিয়াজুরী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ মাষ্টার (৬০) আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বুধবার রাত ৩ ঘটিকায় শ্বাসকষ্ট জনিত কারনে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। তার জানাযার নামাজ বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। তার জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য যে, তিনি আজীবন চিরকুমার ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী এমপি, চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, পৌর মেয়র মোঃ সাইফুল আলম রুবেল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের, চুনারুঘাট থানার ওসি মোঃ রাশেদুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী, সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দালুুর রহমান আব্দাল, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরকার মোঃ শহীদ, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, চুনারুঘাট রিপোটার্স ইউনিটির সভাপতি আবুল কালাম আজাদ, সাংবাদিক কাজী মাহমুদুল হক সুজন।

 

Exit mobile version