চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে ১০ কেজি গাঁজা সহ আব্দুল হান্নান (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা পুলিশ। আব্দুল হান্নান চুনারুঘাট সীমান্তবর্তী চিমটিবিল খাস এলাকার আব্দুল ছাত্তারের পুত্র। এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় জানান, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক অজিত কুমার তালুকদারের নেতেৃত্বে সহকারী উপ-পরিদর্শক সুবীর চন্দ্র দেব সহ একদল পুলিশ অভিযান চালিয়ে চন্ডিছড়া চা বাগানস্থ চন্ডী বাগান ফ্যাক্টরির সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। এসময় তার হেফাজত থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মঙ্গলবার সকালে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হযেছে।