আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ২০ ফেব্রুয়ারি দুপুরে এনডিপি’র কেন্দ্রীয় কার্যালয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ফ্যাসিবাদের রোষানলের শিকার হয়ে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়েছিল শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে, আজও সেই হত্যার বিচার হয়নি। আমরা সেই হত্যার বিচার দাবি করছি।
এনডিপি’র মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা বলেন, ৫২’র ভাষা আন্দোলনের রাষ্ট্রীয় তালিকা আমরা দেখতে চাই। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আছে, ২৪’র গণঅভ্যূত্থানের শহীদ স্মৃতি ফাউন্ডেশন আছে অথচ যারা মায়ের ভাষা বাংলার জন্য সেদিন রক্ত দিয়েছিল তাদের জন্য কিছুই নেই। এটি জাতির জন্য সবচেয়ে লজ্জাস্কর ব্যাপার। আমি বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কে গ্যাজেটের মাধ্যমে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছেন ঠিক সেইভাবে সকল ভাষাসৈনিকদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবেন। তিনি এনডিপি নেতাকর্মীদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানান। এসময় আরো উপস্থিত ছিলেন, এনডিপি’র ভাইস চেয়ারম্যান আশরাফুজ্জামান, যুগ্ম মহাসচিব হায়াত মাহমুদ, আরকে রিপন, দপ্তর সম্পাদক হারুন-অর-রশিদ, মিলন মল্লিক সহ প্রমুখ।