ছড়া — আনারস

ছড়া
আনারস
কবি,কে,এম,তোফাজ্জেল হোসেন জুয়েল খান
নীল আকাশের হাসির নীলে
মেঘ করেছে মেঘ ধূসর কালো
রং সাদা কালোয় মেঘ ছুটছে
ওই দূরে নীল আকাশ ধূলোয়
পং পংয়া পং পং গুরুম গুরুম
গুরুম আকাশের নিচেতো
কত্তো রকম ফল আহা কত্তো
রকম ফল ডাবের গাছে ডাব
নারকেল কী সুস্বাদু জল!
জাম, জামরুল, তালের বড়া
এক্কেবারে হৃদয় হরা আনারসে
আছে কত রস এক জমীতে
ছিলো কত আনারস বৃষ্টিতে ভিজে
তার হলো জ্বর-কাশি ডাক্তার কোথা
পায় কেশে-কেশে ভেবে যায় কাশি
শুনে কেউ-কেউ করে হাসাহাসি
পং পংয়া পং পং গুরুম গুরুম !!
Exit mobile version