ছড়া —–খুকুর ইঁদুর ছানা

ছড়া
খুকুর ইঁদুর ছানা
কবি,কে,এম,তোফাজ্জেল হোসেন জুয়েল খান

খুকুর ছিল ইঁদুর ছানা

ফেসকাটিং বেশ ভালো

গোঁফও ছিল দু চারটা

আকারে বেশ  বড়

লেজটা খানিক লম্বা মোটা

হুঁলো ইঁদুরের ছাও!

কাটুস কুটুস শব্দ করে

পেয়ারা খায় চুপটি মেরে

স্বপ্ন নামের ফুলপরীরা

হাওয়ায় ডানা মেলে ।

ইচ্ছে হলেই খুকুর কাছে

আদর নিতে ছোটে

ওমনি ইঁদুর আঁতকে উঠে

পিছন ফিরে দেখে

গর্তের ভেতর লুকিয়ে

পড়ে খানাপিনা রেখে  !!

Exit mobile version