কবি,কে,এম,তোফাজ্জেল হোসেন জুয়েল
বৌউ কথা কউ ডাকলো
পাখি ঘড়ের ডালায় বসে
শুনে লেজ নাচাল বুলবুলি
নতুন বধুর ঘোম ভাঙ্গিলো
খুললো জোড়া আঁখি
কৃষ্ণচূড়া রং ছড়াল ফুটল
নানান ফুলগুলি ছোট্ট খুকী
ফুল তুলি বাঁধল খোঁপায় ফুল
গুলি নচল অলি টুন টুনি
লাগল গায়ে শিতল বায়ুর
শুর শুরি ঔ ধুল-ধুলি হারিয়ে
গেল খুকি যেন পথ ভুলি দেখল
খুকি চোখ তুলি কদম গাছের
ফুল গুলি সাদা হলুদ রঙে
দুলছে হাওয়ায় দুল দুলি !!