ঝালকাঠিতে ঈদের জামাতে প্রথমবারের মতো অংশগ্রহণ করেছেন নারীরা। জেলায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৭টায় ৩০ মিনিটে। এতে ইমামতি করেন মসজিদের খতিব মাওলানা গাজী মো. শহীদুল ইসলাম। এতে তিন হাজার মুসল্লি নামাজ আদায় করেছেন।
একই স্থানে সকাল ৮টায় অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় জামাত। প্রধান জামাতের পাশে নারীদের নামাজ আদায়ের জন্য আলাদা প্যান্ডেল করা হয়। সেখানে নামাজ পড়েন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমসহ বিভিন্ন নারীরা।
এছাড়াও জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ,সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ ঈদের নামাজ আদায় করেন।
ঈদগাও ময়দান ছাড়াও নেছারাবাদ মাদরাসা ময়দান, মদিনা মসজিদ,পুলিশ লাইন,উপজেলা পরিষদসহ জেলার তিন শতাধিক জামে মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ঈদের জামাত নির্বিঘ্ন করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ।