টাঙ্গাইলে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল)
দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ
হল রুমের সম্মেলন কক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে যুব উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ও সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারন সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা জামায়াতে ইসলামের আমির মোঃ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
পরে আলোচনা সভা শেষে যুব উদ্যোক্তার মাঝে যুব ঋণের চেক ও সনদপত্র  বিতরণ করা হয়।
Exit mobile version