মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় লেবুর বাগান থেকে জবাই করা এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুরিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে সখীপুর থানার ওসি মো. জাকির হোসেন জানান। নিহত ৫০ বছর বয়সী আব্দুস সালাম মিয়া ওই এলাকার মৃত আমির আলীর ছেলে। তিনি হাসানগঞ্জ চকচকিয়া বাজারে একটি মুদির দোকান করতেন। জানা যায়, বুধবার রাত ১০ টার দিকে তার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। তিনি বাড়ি না আসায় তার স্বজনরা সারারাত খোঁজাখুঁজি করেন। পরদিন বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে একটি লেবুর বাগানে তার জবাই করা লাশ দেখতে পায়। নিহতের স্ত্রী বাছাতন বেগম বলেন, আমার স্বামী তার দোকান বন্ধ করে বাড়ি না ফেরায় আমরা তাকে সারারাত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোথাও পাইনি। পরদিন সকালে আমাদের লেবুবাগানে তার জবাই করা লাশ পাওয়া যায়। নিহতের মেয়ে ফাতেমা আক্তার বলেন, আমার বাবার কোনো শত্রু ছিল না। কে বা কারা আমার সহজ-সরল বাবাটাকে নির্মমভাবে জবাই করে হত্যা করেছে আমি তাদের বিচার চাই। সখীপুর থানার ওসি মো. জাকির হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের রহস্য দ্রুত উদঘাটন করে আসামিদের গ্রেপ্তার করা হবে।
Post Views: 164
Like this:
Like Loading...
Related