ট্রাম্পের সঙ্গে খনিজ ও দেশ পুনর্গঠন চুক্তি করবেন জেলেনস্কি

বিরল প্রাকৃতিক সম্পদে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার ও দেশ পুনর্গঠনে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে সম্মত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ বিষয়ে চুক্তি করতে আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ওয়াশিংটন সফরে যাচ্ছেন। সংশ্লিষ্টদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা সিএনএন।

খবরে বলা হয়, রাশিয়ার আগ্রাসন বন্ধে বৃহত্তর আলোচনার অংশ হিসেবে কয়েকদিন ধরে এ আলোচনা চলছে।

চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট ইউক্রেনের এক কর্মকর্তা সিএনএনকে বলেন, ‘অগ্রহণযোগ্য সবকিছু আলোচনা থেকে সরিয়ে নেওয়ার পর চুক্তিতে সম্মত হয়েছে দুই রাষ্ট্রপ্রধান।’ ইউক্রেনের সুরক্ষা ও শান্তি রক্ষার ব্যাপারে স্পষ্টভাবে চুক্তিতে উল্লেখ রয়েছে বলে জানান এ কর্মকর্তা। তবে এ বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

 

এর আগে যুদ্ধকালীন সাহায্য করার জন্য ওয়াশিংটনকে পরিশোধে ইউক্রেন থেকে ৫০০ বিলিয়ন ডলারের খনিজ সম্পদ চেয়েছিল যুক্তরাষ্ট্র। তবে জেলেনস্কি তা প্রত্যাখ্যান করেছিলেন।

মঙ্গলবার ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি শুনেছি (জেলেনস্কি) শুক্রবার আসছেন। তিনি আমার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করবেন বলে আশা করছি। এবং আমি ধারণা করছি— এটি একটি বড় চুক্তি, খুব বড় চুক্তি।’

খনিজ চুক্তিতে ইউক্রেন কী পাবে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘৩৫০ বিলিয়ন ডলার এবং প্রচুর সরঞ্জাম, সামরিক সরঞ্জাম এবং লড়াইয়ের অধিকার।’ ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা বিরল খনিজ এবং অন্যান্য বিভিন্ন বিষয়ে আমাদের চুক্তি নিয়ে বেশ আলোচনা করেছি।

ইউক্রেন নিরাপত্তা নিশ্চিতের জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে। কিয়েভ কেবল হারানো অঞ্চল ফিরে পেতে আগ্রহী নয়, ভবিষ্যতে সম্ভাব্য রাশিয়ার আক্রমণ থেকে সুরক্ষা পেতে চায়।

উল্লেখ্য, ইউক্রেনে বিশ্বের প্রায় ৫ শতাংশ ‘আবশ্যক কাঁচামাল’-এর মজুদ রয়েছে, যার মধ্যে অন্তর্ভুক্ত– ১৯ মিলিয়ন টন গ্রাফাইটের (প্রমাণিত) মজুদ, যা বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি তৈরিতে ব্যবহৃত হয়; ইউরোপের সমস্ত লিথিয়ামের এক তৃতীয়াংশ, যা বর্তমানের ব্যাটারির মূল উপাদান।

রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসনের আগে ইউক্রেন বিশ্বব্যাপী ৭ শতাংশ টাইটানিয়াম উৎপাদন করত, যা নির্মাণ খাত, বিমান, এবং পাওয়ার স্টেশনগুলোতে ব্যবহৃত হয়।

ইউক্রেনের ভূখণ্ডে বিরল মৃত্তিকা ধাতুরও উল্লেখযোগ্য মজুদ রয়েছে, যা অস্ত্র, উইন্ড টারবাইন, ইলেকট্রনিক্স এবং আধুনিক বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্য তৈরিতে ব্যবহৃত হয়।

Exit mobile version