ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজলায় তেলবাহী কন্টেইনার ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) বেলা ১১টায় উপজেলার মুকুন্দপুর-হরষপুর মাঝামাঝি স্থানে এ ঘটনা গটে। এতে সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
মুকুন্দপুর স্টেশনের মাস্টার সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন দুপুর সাড়ে ১২টায় ঘটনা স্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। বর্তমানে উদ্ধার অভিযান চলছে।
ট্রেনের চালক জালাল আহমেদ জানান, বেলা ১১টায় মুকন্দপুর স্টেশন অতিক্রমের কিছুক্ষণ পর দেখেন, ইঞ্জিনের পেছনের বগির তেলবাহী ওয়াগনের চারটি চাকা লাইনচ্যুত হয়ে ধোঁয়া উড়ছে। পরে পুরো ট্রেনটি নিয়ন্ত্রণে নিয়ে দাঁড় করান তিনি। আখাউড়া থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছে।
এদিকে দুর্ঘটনার কারণে সিলেটগামী পাহাড়িকা আখাউড়া স্টেশনে আটকা পড়েছে। অপরদিকে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস শাহজীবাজার স্টেশনে আটকা পড়েছে। এতে দুটি ট্রেনের হাজারও যাত্রী ভোগান্তির শিকার হচ্ছেন। কখন উদ্ধার কাজ শেষ হবে এ ব্যাপারে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেননি।