ডিজেল ও কেরোসিনের দাম কমলো

ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে এক টাকা করে কমিয়েছে সরকার। তবে পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত রয়েছে। জ্বালানি তেলের নতুন এ দাম ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ গত মার্চ থেকে শুরু করেছে সরকার।সেই হিসাবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে।

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

 

এতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৫ টাকা থেকে কমে হয়েছে ১০৪ টাকা। পেট্রোলের দাম প্রতি লিটারে ১২৫ টাকা এবং অকটেনের দাম ১২১ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

Exit mobile version