ডোমারের মাদক সম্রাজ্ঞী রুপা ফের হেরোইনসহ র্যাবের হাতে আটক

গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারী ডোমারের মাদক সম্রাজ্ঞী রুপা ফের হেরোইনসহ র্যাবের হাতে আটক হয়েছে।
বুধবার রাতে র্যাব -১৩ এর একটি অভিযানিক দল রুপাকে ৬পুড়িয়া হেরোইনসহ আটক করে ডোমার থানায় সোপর্দ করে। ডোমার থানার অফিসার ইনচার্জ ওসি আরিফুল ইসলাম জানান, আটককৃত রুপাকে জেল হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ডোমার থানায় ২০টির অধিক মাদকের মামলা রয়েছে।
Exit mobile version