গোপাল চন্দ্র রায়,ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে ইউনিয়ন ভিত্তিক ইসু বেইজ পাবলিক হেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার পল্লীশ্রী’র আয়োজনে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানির সহযোগিতায় ডোমার সদর ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডোমার সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুম আহমেদ। সভায় পল্লীশ্রী’র প্রোগ্রাম অফিসার শাহীন আখতারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পল্লীশ্রী’র প্রোগ্রাম ফেসিলিটেটর শাকিলা আফরিন, সদর ইউপি সদস্য মোছাঃ শাফিন, বিউটি রানী রায়, মির্জা নিলুফা, মনোয়ার হোসেন, শফিকুল ইসলাম, জাহানুর ইসলাম, ইসমাইল হোসেন প্রমূখ। এছাড়াও পল্লীশ্রী’র অর্ন্তভুক্ত নারী ক্লাব, আদর্শ গ্রাম, সিবিও ও ইয়ুথ গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে রোববার একই সভা হরিণচড়া ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণচড়া ইউপি চেয়ারম্যান রাসেল রানা।