গোপাল চন্দ্র রায়- ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার এবং বইপড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার(৭ ডিসেম্বর) দুপুরে চিকনমাটি আবদুল বারী স্মৃতি সংসদের আয়োজনে আবদুল বারী স্মৃতি সংসদ পাঠাগারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার এবং বইপড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম। শহীদ মিজান ও আবদুল বারী স্মৃতি সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা আওরঙ্গজেব করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডোমার উপজেলা আওয়ামীলীগের সভাপতি খায়রুল আলম বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল মালেক সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরনবী, পৌর আহবায়ক ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আল আমিন রহমান প্রমূখ।