বর্তমান পৃথিবী একটি বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ হিসেবে পরিচিত যেখানে মানুষ ইন্টারনেটের সহায়তায় যেকোনো কাজ যেমন অনায়াসে করে ফেলতে পারে তেমনি সহজে যেকোনো প্রান্তের মানুষের মানুষের সাথে যোগাযোগ করতে পারে৷
আর বৈশ্বিক শব্দ যখন উঠেছেই, এর একটা নিরাপত্তাও চাই। আর যারা এই নিরাপত্তার যোদ্ধা হিসেবে কাজ করে তারা সাইবার বিশেষজ্ঞ নামে বিশ্বের কাছে সমাদৃত। তাদেরই একজন হচ্ছেন নাজমুল হুদা। তার বড় হওয়া কুড়িগ্রাম জেলায়।
ছোটবেলা থেকেই আইটি সেক্টরের প্রতি তার একটি আলাদা ভালোবাসা কাজ করতো। ২০১৫ সালের একটি ঘটনা অনুযায়ী, তার বাবা সাইবার হ্যাকিং এর শিকার হন। তাই তখন থেকেই তিনি উদ্যোগ নেন যে তিনি নিজেকে একজন সাইবার বিশেষজ্ঞ হিসেবে গড়ে তুলবেন। আর তিনি হয়ে দেখিয়েছেনও। আজ তিনি ফেসবুকে একজন প্রাথমিক ভাবে বেশ জনপ্রিয় একজন সাইবার বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। বাংলাদেশের অনেক নামিদামি ব্যক্তি, ব্যবসায়ী, চাকুরিজীবী সহ অনেক শ্রেণির মানুষের জন্য তিনি একজন সোশ্যাল মিডিয়ায় সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে অনেক ধরনের সমস্যার সমাধান করেছেন।
বাইক কমিউনিটির নামকরা বাইক স্টানার কিং হাসান সেতু বলেন, “সাইবার নিরাপত্তা আজ বড়ই একটি ভাবার বিষয় কারণ এমনিতেও আমরা কোনো দিক দিয়ে নিরাপদ নই। একদিন হঠাৎ করে আমার আইডিটা হ্যাকারের খপ্পরে পড়ে নষ্ট হয়ে যায় আমি দ্রুত নাজমুল ভাইয়ের দ্বারপ্রান্ত হই। অবিশ্বাস্য ভাবে তিনি মাত্র ৭২ ঘন্টার মধ্যে আমার আইডি রিকোভার করে দেন। আমি সত্যিই ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
সোশ্যাল মিডিয়া সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ নাজমুল হুদা বলেন, ” অনিরাত্তার এই দুনিয়াতে একজন সাইবার যোদ্ধা হিসেবে কাজ করতে আমি সত্যিই নিজেকে অনেক ধন্য মনে করি আর মহান আল্লাহ তায়ালার প্রতি হাজারো শুক্রিয়া করি যে তিনি আমাকে আজ এই পর্যায়ে নিয়ে এসেছেন। ভবিষ্যতে এই পেশা নিয়ে আরও অনেক দূর আগাতে চাই।”