তানোরের প্রকাশনগর ডিপ অপারেটরের দৌরাত্ম্য

কৃষকের মতামতের ভিত্তিতে নতুন অপারেটর নিয়োগের সুপারিশ

 

তানোর(রাজশাহী)প্রতিনিধি

রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌর এলাকার প্রকাশনগর গ্রামে  বিএমডিএর একটি গভীর নলকুপ অপারেটরের দৌরাত্ম্য কৃষকরা অতিষ্ঠ হয়ে উঠেছে। এদিকে কৃষকের মতামতের ভিত্তিতে নতুন অপারেটর নিয়োগের সুপারিশ করা হলেও পুরাতন অপারেটর দায়িত্ব ছাড়ছে না। এ ঘটনায় কৃষকদের মাঝে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে, বিরাজ করছে বিস্ফোরণমুখ পরিস্থিতি।স্থানীযরা জানান, উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার ৮৭ নম্বর প্রকাশনগর মৌজায় ১৯০ নম্বর দাগে বিএমডিএর গভীর নলকুপ রয়েছে। তানোর আওয়ামী লীগের সভাপতি ও মুন্ডুমালা পৌরসভার সাবেক মেয়র গোলাম রাব্বানীর ভাই শফিকুল ইসলাম ওই গভীর নলকুপের অপারেটর। তিনি ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন অজুহাতে সেচচার্জ আদায়ের নামে অতিরিক্ত টাকা আদায়, ড্রেন মেরামত, লাইনম্যান, ট্রান্সফরমার মেরামত-ভোল্টেজ বাড়ানো, নৈশপ্রহরী, অফিস খরচ ও সিরিয়াল ইত্যাদি অজুহাতে কৃষকের কাছে থেকে জোরপুর্বক টাকা আদায় করছে। এছাড়াও গভীর নলকুপের আয় ব্যয়ের কোনো হিসাব তিনি কাউকে দেন না বলে কৃষকেরা অভিযোগ করেছে।ক্ষমতাসীন  দলের নাম ভাঙিয়ে এসব অপকর্ম করায় দলের ভাবমুর্তিও ক্ষুন্ন হচ্ছে। স্থানীয় কৃষক স্যামাজান (৪৫), রয়েল (২৯) ও মনিরুল (৪০) অভিযোগ করে বলেন, ডিপে বিএমডিএ যেই খাবার পানি সরবরাহ প্রকল্প চালু করেছে, সেখানে প্রতিটি ট্যাপ কলের নতুন লাইন নিজের টাকায় সম্পূর্ণ করার পরও অপারেটরকে ৫০০  টাকা ঘুষ না দিলে পানির লাইন দেওয়া হয় না। আবার  নিজের মিনি মটরের স্কীমের জমি ডিপের পানিতে সেচ দিচ্ছে, আর সাধারন কৃষকের ফসলের জমিতে সেচ দেয়া হচ্ছে না। এছাড়াও তাদের গবাদিপশুকে ডিপের পানিতে  গোসল করানো হলেও গ্রামের মানুষ খাবার পানি পাচ্ছেন না। এছাড়াও খাবার জন্য সকালে ৩০ মিনিট, দুপুরে ৩০ মিনিট ও সন্ধ্যায় ৩০ মিনিট পানি দেয়া হয় যা দিয়েে গ্রামবাসীর খাবার পানির সংকট দুর হয়না।#

Exit mobile version