আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা পরিষদ এবং প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও শহীদ মিনার চত্ত্বরে
মোমবাতি প্রজ্বলন করা হয়েছে।
জানা গেছে,২৫ মার্চ শুক্রবার গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে ও উপজেলা প্রশাসন-পরিষদের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলঘরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন তানোর থানার অফিসার ইন্চার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম ও কৃষি কর্মকর্তা শামিমুল ইসলাম। এদিকে একই দিন সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্ত্বর শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বালন করা হয়।