তানোরে জামায়াতের স্মরণকালের সর্ববৃহৎ কর্মী সভা

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে জামায়াতে ইসলামী তানোর উপজেলা শাখার উদ্যোগে কর্মী সভা আয়োজন করা হয়েছে।
জানা গেছে,গত ২১ ডিসেম্বর শনিবার জামায়াতে ইসলামী তানোর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা জামায়াতের সম্পাদক ডিএম আক্কাশ আলীর সঞ্চালনায় ও সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে গোল্লাপাড়া ফুটবল মাঠ চত্বরে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ মাওলানা অধ্যাপক মুজিবুর রহমান।অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক, সভাপতি শিক্ষা বিভাগ ড, ওবাইদুল্লাহ,
পশ্চিম নায়েবে আমির আব্দুল হাসান, জেলা পশ্চিম শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা জামিলুর রহমান, জেলা পশ্চিম ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, জেলা পশ্চিম কর্মপরিষদ সদস্য জালাল উদ্দিন, সাবেক জেলা আমির মাওলানা আমিনুল ইসলাম, সমাজ কল্যান সম্পাদক জামাল উদ্দিন, প্রফেসর একে আজাদ,বিশিষ্ট শিক্ষাবিদ আরজান আলী মাষ্টার, রমজান আলী, মাওলানা আনিসুর রহমান,পাঁচন্দর ইউপি জামায়াতের আমির জুয়েল রানা, আজাহার আলী ও কাজী আফজাল হোসেনপ্রমুখ।
এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। এদিকে দীর্ঘ প্রায় দুই দশক পর প্রকাশ্যে জামায়াতের এমন কর্মসুচিতে নেতা ও কর্মী-সমর্থকদের ঢল নামে। গোল্লাপাড়া ফুটবল মাঠ কানায় কানায় পুর্ণ হয়ে উঠে। দীর্ঘদিন পর জামায়াতের প্রকাশ্যে কর্মসূচিতে নেতা ও কর্মী-সমর্থকদের স্বত্ত্বঃস্ফুর্ত অংশগ্রহণে কর্মী সভা স্মরণকালের সর্ববৃহৎ জনসভায় রুপ লাভ করে।
এদিকে দলের স্বেচ্ছাসেবী কর্মীরা জনদুর্ভোগ এড়িয়ে রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখতে রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন।এবিষয়টি সর্ব মহলের প্রশংসা কুড়িয়েছে।#
Exit mobile version