তানোরে বিনামুল্য বই বিতরণ

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে বছরের প্রথম দিনেই বিনামুল্যর বই বিতরণ করা হয়েছে। জানা গেছে, ১লা জানুয়ারী শনিবার শিক্ষা নিয়ে গড়বো দেশ,
শেখ হাসিনা’র বাংলাদেশ’ ‘শেখ হাসিনার অবদান, বিনা মূল্যে বই প্রদান এই প্রতিপাদ্যকে সামনে রেখে
তানোর পৌরসভার আকচা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার নতুন বই স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারক চৌধুরীর পক্ষ থেকে বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি প্রার্থী আবুল বাসার সুজন বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের অন্যতম সদস্য রামিল হাসান সুইট ও মোর্শেদুল মোমেনিন রিয়াদপ্রমুখ। এছাড়াও এদিন আকচা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে আবুল বাসার সুজন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এদিকে একই দিন পৌরসভা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও নতুন বই বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ কর্মসুচি উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম মন্টু, আবুল বাসার সুজন, রামিল হাসান সুইট ও মোর্শেদুল মোমেনিন রিয়াদ প্রমুখ। এদিকে করোনা পরিস্থিতি বিবেচনায় বছরের প্রথম দিন সমষ্টিগতভাবে বই বিতরণ না করে  শিক্ষার্থীদের  কয়েক ভাগে ভাগ করে পর্যায়ক্রমে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এছাড়া অন্যান্য শ্রেণিতে ধাপে ধাপে বই বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অপরদিকে বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছসিত শিক্ষার্থীরা। অনেকে নতুন মলাটের গন্ধ শুকছেন ও বই খুলে দেখতে শুরু করেন#
Exit mobile version