কারন ঢাকায় চিফ হিট অফিসার বুশরা আফরিন একজন নারী।বিশেষত সুন্দরী নারী।
সুন্দরী নারীদের “হট” হিসেবে আখ্যায়িত করার প্রবনতা রয়েছে।আবার সেই সুন্দরী নারীকে যখন তাপমাত্রা নিয়ন্ত্রনের দায়িত্ব দেওয়া হয় তখন তাপমাত্রার হ্রাসের পরিবর্তে হয়তো বৃদ্ধি হওয়ার আশঙ্কা রয়েছে অনেকের।
এখন মূল বিষয়ে আসা যাক।বাংলাদেশের মিডিয়া বিষয়টি ঢালাও ভাবে প্রচার করার কারনও হচ্ছে বুশরা আফরিনকে হিট অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে।কোন পুরুষকে নিযুক্ত করা হলে তারা এভাবে প্রচার করে বিকৃত আনন্দ পেত না।বিষয়টি বাংলাদেশে সীমাবদ্ধ থাকে নি পশ্চিমবঙ্গে পর্যন্ত ছড়িয়েছে।আনন্দবাজারের ন্যায় ঐতিহ্যবাহী নিউজ আউটলেট সস্তা জনপ্রিয়তার লোভে চিফ হিট অফিসার সম্পর্ক বিকৃতমনা নিউজ করে।
আনন্দবাজার খুব সম্ভবত ইন্টারনেটের অভাবে চিফ হিট অফিসার বুশরা আফরিনের অন্য কোন ছবি পায় নি!এজন্য এই ছবিই দিতে হয়েছে।
সাধারণ মানুষ শিক্ষিত থেকে অশিক্ষিত পুরুষ নিজস্ব চিন্তাধারায় নারী অধিকার ও নারীর ক্ষমতায়নকে কতটা ট্যাবু মনে করে সেটা বুশরা আফরিনকে চিফ হিট অফিসার হিসেবে নিযুক্ত করার মাধ্যমে প্রমান হয়েছে।
শুধু ইনস্টিটিউটশনে লেখাপড়া করলেই শিক্ষিত হওয়া যায় না।শিক্ষার মূল উদ্দেশ্য হল মূল্যবোধ গঠন যার মধ্যে নারীর প্রতি সম্মানের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।