প্রেস রিলিজ
তামাকজাত দ্রব্য ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকি ও বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের (সংশোধিত-২০১৩) যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি-বিআরটিএ’র উদ্যোগ ও ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সহযোগিতায় মোট ৬৬২ জন গণ-পরিবহন চালককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
সকালে রাজধানীর জোয়ার সাহারা বিআরটিসি বাস ডিপোতে ‘পেশাজীবি গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ’ শিরোনামে আয়োজিত প্রশিক্ষণে পেশাদার গাড়ী চালকদের মাঝে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও স্বাস্থ্য ক্ষতি বিষয়ক তথ্যচিত্র উপস্থাপন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার অদুত রহমান ইমন। উল্লেখ্য, চলতি মাসের ১১, ১৪, ১৮ ও ২১ নভেম্বর’২৪ চার ধাপে এই প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণে প্রত্যক্ষ ও পরোক্ষ ধুমপানের কুফল, স্বাস্থ্য ঝুঁকি, তামাক নিয়ন্ত্রণ আইন সম্পর্কে গণপরিবহন চালকদের (বাস,সিএনজি, লেগুনা, টেম্পু) অবহিত করা হয়। চালক ও চালকের সহকারীদের ধূমপানের ফলে গণপরিবহনে পরোক্ষভাবে ধূমপানের শিকার হন যাত্রীরা, বিশেষ করে নারী ও শিশুরা। ফলে ধূমপান না করেও একই রকম ক্ষতির শিকার হচ্ছেন তারা। এ সময় ভিডিও চিত্রের মাধ্যমে অংশ্যগ্রহণকারী চালকদের গণপরিবহনে ধূমপানের অপকারিতা বিষয়ে সু-স্পষ্ট ধারণা ও আইনের বাধ্যবাধকতা সম্পর্কে বাস চালকদের সামনে বিস্তারিত উপস্থাপন করা হয়।
পাবলিক প্লেস যেমন বাস টার্মিনাল, বিমান বন্দর, রেলষ্টেশন, নৌ-বন্দর, সরকারী বিভিন্ন অফিসসহ গণ-জমায়েত স্থলে ধূমপান আইনত শাস্তিযোগ্য অপরাধ। যেসব স্থানে প্রত্যক্ষ ধূমপানকারিদের কারণে পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছেন অনেক শিশু-মহিলাসহ সকল অধূমপায়ীরা।
গণ-পরিবহন শতভাগ তামাকমুক্ত রাখা ও আইনের বাস্তবায়ন করার লক্ষ্যে ঢাকা আহ্ছানিয়া মিশন ও বিআরটিএ-র যৌথ উদ্যোগে প্রতি সপ্তাহেই নিয়মিতভাবে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে।
Press Release
DAM Trains 662 Public Transport Drivers for Effective Implementation of Tobacco Control Law
To ensure the proper implementation of the Tobacco Control Law (Amended 2013) and raise awareness about the health risks of tobacco use, 662 public transport drivers have been trained under the initiative of the Bangladesh Road Transport Authority (BRTA) and with the collaboration of the Health Sector of Dhaka Ahsania Mission (DAM).
The training, titled “Professional Skill and Awareness Enhancement Training for Professional Drivers,” was conducted at the BRTC bus depot in Joar Sahara, Dhaka. Adut Rahman Emon, Program Officer of the Tobacco Control Project under DAM’s Health Sector, presented an informative session on implementing the Tobacco Control Law and the health hazards associated with tobacco consumption. The training was carried out in four phases on November 11, 14, 18, and 21, 2024.
During the sessions, public transport drivers (operating buses, CNG autorickshaws, legunas, and tempos) were educated about the harmful effects of direct and indirect smoking, the associated health risks, and the provisions of the Tobacco Control Law. It was emphasized that passengers, particularly women and children, are often victims of secondhand smoke caused by smoking by drivers or their assistants in public transport. This exposure leads to similar health risks as active smoking.
Through video presentations, the participants understood the adverse effects of smoking in public transport and the law’s mandatory requirements. The sessions outlined that smoking in public places such as bus terminals, airports, railway stations, ferry terminals, and government offices is a punishable offense, as it exposes non-smokers, including children and women, to secondhand smoke.
To keep public transport 100% smoke-free and ensure the implementation of the law, Dhaka Ahsania Mission and BRTA jointly conduct these training programs regularly and weekly.