দিনাজপুরে এমকেপি’র উদ্যোগে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠানে বক্তারা শুধু আইন দিয়ে বাল্য বিবাহ প্রতিরোধকরা সম্ভব নয়- চাই সামাজিক সচেতনতা

 

স্টাফ রিপোর্টার ॥ ২২ অক্টোবর মঙ্গলবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে মানবকল্যাণ পরিষদ-এমকেপি’র আয়োজনে নেট্স বাংলাদেশ এবং বিএমজেড এর সহযোগিতায় “নারীর প্রতি সহিংসতা, যৌন হয়রানী এবং বাল্য বিবাহ নিরসনে করণীয়”-শীর্ষক আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
মানব কল্যাণ পরিষদ (এমকেপি) এর প্রকল্প পরিচালক রাকিবা ইয়াসিন এর সভাপতিত্বে প্রধান আলোচ্যক হিসেবে আলোচনা করেন যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ-পরিচালক খন্দকার মোঃ রওনাকুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মুনির হোসেন, জেলা শিক্ষা অফিস দিনাজপুরের গবেষনা কর্মকর্তা মোঃ রেজাউল করিম ও নেট্স বাংলাদেশ এবং বিএমজেড এর অর্থ ব্যবস্থাপনা কর্মকর্তা আবুল কালাম তুহিন ও দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল। মুক্ত আলোচনা করেন শিক্ষক মুসলিমা আক্তার, মোঃ তৌমুর ইসলাম, মামুনুর রশিদ, পরিমল চন্দ্র রায়, মোজাহারুল ইসলাম, ছাত্রী সুফিয়া আক্তার, জান্নাতুন ফেরদৌস, তিথি রানী পাল, জেলা লিগ্যাল এইড অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিক ফারজানা ইকবাল, শিক্ষক মুকিদ হায়দার শিপন, ছাত্র একেএম ইমতিয়াজ, অঙ্কুর সরেন, নিরঞ্জনী রায়, শুক্লা কুন্ডু, বিচিত্রা রায় প্রমুখ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন এলাকা সমন্বয়কারী মোঃ ইয়াসিন আলী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফিল্ড ফেসিলেটর নিরঞ্জন দত্ত। সংলাপ সভায় বক্তারা বলেন, শুধু আই দিয়ে বাল্য বিবাহ প্রতিরোধ করা সম্ভব নয়- চাই সামাজিক সচেতনতা। ধর্মীয় অনুশাসন, শিক্ষার হার বৃদ্ধি, পারিবারিক সম্প্রীতি ও দৃষ্টিভঙ্গীর পরিবর্তনই পারে নারীর প্রতি সহিংসতা, যৌন হয়রানী এবং বাল্য বিবাহ প্রতিরোধ করতে। নারীর ক্ষমতায়ন, অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সমাজের অবক্ষয় দুর করা সম্ভব নয়। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিশেষ করে জিও-এনজিও সহ সুশীল সমাজের নেতৃবৃন্দের নিজ নিজ অবস্থান থেকে স্বচ্চার ভূমিকা রাখতে হবে। তাহলেই সমাজ থেকে দুর হবে নারীর প্রতি সহিংসতা, যৌন হয়রানী এবং বাল্য বিবাহ।

Exit mobile version