দিনাজপুর প্রতিনিধি ॥ পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় দিনাজপুরের উদ্যোগে ৪ মার্চ ২০২৪ সোমবার দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় বিভিন্ন স্থানে অবস্থিত অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
উক্ত অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকার মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং-এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি।
উক্ত মোবাইল কোর্ট অভিযানে ৫টি ইটভাটাকে এক্সকেভেটর দ্বারা সম্পূর্ণভাবে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয় এবং কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে এবং =৩,৭০,০০০/- অর্থদণ্ড আরোপ পূর্বক নগদ আদায় করা হয়েছে।
ইটভাটাগুলো হচ্ছে নবাবগঞ্জ কাশিপুর আমতলার মেসার্স এম এস ব্রিকস, কাশিপুর পত্নীচানস্থ মেসার্স এম ভি এম ব্রিকস, কাশিপুর পত্নীচানস্থ মেসার্স এম ভি এম ব্রিকস অর্থদণ্ড =২০,০০০/-, বড় রঘুনাথপুর (মিঠাপুকুর) এর মেসার্স ডব্লিউ আর এস ব্রিকস, ফাজিলপুর দাউদপুরস্থ মেসার্স রিয়াল ব্রিকস অর্থদণ্ড =১,৫০,০০০/- এবং ছোট গোপালপুর দাউদপুরস্থ মেসার্স এম আর এস ব্রিকস অর্থদণ্ড =২,০০,০০০/-।
সনাতন প্রযুক্তির (ফিক্সড চিমনি) ইটভাটা পরিচালনা করা, মাটি সংগ্রহের অনুমোদন না থাকা, পরিবেশগত ছাড়পত্র বা নবায়ন না থাকাসহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লংঘন করায় ইটভাটাগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় দিনাজপুরের সহকারী পরিচালক মো. রুনায়েত আমিন রেজা। পরিবেশ সুরক্ষায় এরূপ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন জেলা পরিবেশন অধিপ্তরের কর্তৃপক্ষ।